দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৮২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টমূলে ১ হাজার ২৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে এই সময়ে অন্যান্য অপরাধে আরও ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।