অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪০০ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪০০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ টি বাস, ৫ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৪৮ টি সিএনজি ও ২৬৩ টি মোটরসাইকেলসহ সহ মোট ৪০৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪ টি বাস, ১ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ২০৬ টি মোটরসাইকেলসহ মোট ৩২৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ০৯ টি বাস, ০১ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৭১ টি মোটরসাইকেলসহ মোট ৩১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১০ টি বাস, ৪ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ২৪৭ টি মোটরসাইকেলসহ মোট ৩২৮ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১১ টি বাস, ৩ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ২১৩ টি মোটরসাইকেলসহ মোট ৩৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১২ টি বাস, ১১ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ১৮৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ৪ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১০৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান ২২ টি সিএনজি ও ১৬৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৮৬ টি গাড়ি ডাম্পিং ও ৯৭ টি গাড়ি রেকার করা হয়েছে।

গত মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।