অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১। নয়ন (২৫), ২। সামির (২৫), ৩। ইউসুফ (২৬), ৪। বন্যা (৩৭), ৫। নুর ইসলাম (২৬), ৬। আবিদ হোসেন (৩৮), ৭। লতিফ (৫০), ৮। মনোয়ার (২৪), ৯। মোল্লা রুবেল (৩২), ১০। আলামিন (৪৫), ১১। সাগর (১৯), ১২। হীরা (৩০), ১৩। রুহুল আমিন (৪৩), ১৪। আসলাম (২০), ১৫। মুরাদ (২১), ১৬। তাজউদ্দীন (৪০), ১৭। মাসুম (৩৮), ১৮। জাবেদ (৪১), ১৯। বাবু (৩১), ২০। কাজী আরিফ (৩০), ২১। আলমগীর (৪০), ২২। বুলু (২১), ২৩। জাফর (৪০), ২৪। ফিরোজ (২৬), ২৫। আলামিন (২০) ও ২৬। ভুট্ট (৪৮)।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।