ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশের দক্ষতায় চাঞ্চল্যকর সুদীপ্ত রায় (১৭) অপহরণ ও হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, ভিকটিমের লাশ ও হত্যার আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুল্লাহ (২২) ও ২। জোবায়েদ দেওয়ান (২২)।
ভাটারা থানা সূত্রে জানা যায়, ৭ নভেম্বর ২০২৫ বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় ভিকটিম সুদীপ্ত কুমার রায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ জগন্নাথপুর শাখার হোস্টেল থেকে ঘুরতে বের হন। তিনি এ সময় ভাটারা থানাধীন এলাকা থেকে অজ্ঞাতনামা আসামিদের হাতে অপহৃত হয়। পরদিন ৮ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় ভিকটিমের মোবাইল ফোন থেকে অজ্ঞাত আসামিরা ভিকটিমের পরিবারের কাছে ফোন করে ৮০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিমের পিতা হিমাংশু কুমার রায়ের অভিযোগের প্রেক্ষিতে ভাটারা থানায় ১১ নভেম্বর একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
ভাটারা থানা সূত্রে আরও জানা যায়, থানার একটি চৌকস টিম অপরাধের ধরণ ও অপরাধের কৌশল বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন বাগানবাড়ি চৌরাস্তা এলাকা হতে আব্দুল্লাহ ও জোবায়েদকে গ্রেফতার করে। একই তারিখ তাদের দেখানো মতে শাহআলী থানাধীন এলাকার একটি বাসা হতে ভিকটিমের মৃতদেহ, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করে।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ ও জোবায়েদ ভিকটিম সুদীপ্ত রায়কে অপহরণ করে দাবীকৃত চাঁদা না পেয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।