র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় বড় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্যের বড় চালান ক্রয় বিক্রয়ের হবে। উক্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক অভিযান পরিচালনা না করলে মাদকদ্রব্যের বড় চালান’সহ আসামী দ্রুত গতিতে পলাতক হওয়ার সম্ভাবনা রইয়াছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গত ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১৭৪৫ ঘটিকায় গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন বরমী ইউনিয়নের বরমী চৌরাস্তা বাজার মোশারফের অটো গ্যারেজের ভিতরে পৌছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি দৌড়াইয়া পালানোর চেষ্টাকালে আসামী মোঃ মোশারফ(৩৬) পিতা-আহম্মদ, গ্রাম-বরমী, ৮ নং ওয়ার্ড, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর’কে ০১(এক)টি দেশীয় পিস্তল সহ গ্রেফতার করে। আসামী মোশারফ’কে অস্ত্র সহ গ্রেফতারের ঘটনা শুনে আশেপাশের লোকজন’সহ এলাকার ১০০/১৫০ লোকজন মব সৃষ্টি করে আভিযানিক দলের উপর আক্রমন করতঃ মারপিট করে জখম ও গাড়ী ভাংচুর করতঃ আটককৃত মোশারফ(৩৬)’কে ছিনিয়ে নিয়ে যায়। পলাতক আসামীর নিকট হতে প্রাপ্ত ০১(এক)টি দেশীয় পিস্তল এবং ০১ (এক) টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উল্লেখ্য মব সৃষ্টিকারী জনতা র্যাবের গাড়িবহর অবরুদ্ধ করে রাখে। উক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনয়নের লক্ষ্যে পুলিশ ও সেনাবাহিনী একযোগে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আন। একই সাথে র্যাব-১, উত্তরা ঢাকার আভিযানিক দলের উপর হামলা ও পলাতক আসামীকে ছিনিয়ে নিয়ে যাওয়া আক্রমনকারীর মধ্যে হতে ১। মোঃ সাফুয়াত হোসেন(২৩), ২। সাব্বির হোসেন(২০), ৩। মাহমুদুল হাসান(২৫), ৪। আরাফাত হোসেন আকিব(২৩), ৫। সফিজুল হক(২৮), ৭। মোঃ মাসুদ(৪৮), ৮। মোফাজ্জল(২৭), ৯। মোঃ মারুফ(১৮), ১০। শাজাহান(৪২), ১১। আবু বক্কর সিদ্দিক(২৫), ১২। সাহেব আলী(৫৫), ১৩। মোছাঃ আঞ্জুমান(২১), ১৪। মোছাঃ স্মৃতি(২৮) দের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।