রাজধানীর তুরাগ এলাকায় পরিবারিক কলহের জেরে বিথী আক্তার ওরফে বিলকিস (৩৫) নামে এক নারীর হত্যার ঘটনায় স্বামীসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তুরাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ বাবুল মিয়া (৪৭) ও ২। মোঃ সম্রাট (২০)।
তুরাগ থানা সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ৭:৩০ ঘটিকায় বিথী আক্তার নিখোঁজ হন। ভিকটিমের মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে, ১৮ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০:৩০ ঘটিকায় তুরাগ থানাধীন রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠে কাশবনের মধ্যে একজন অজ্ঞাতনামা নারীর মৃতদেহ পাওয়া যায়। ভিকটিমের মা মনোয়ারা বেগম ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন উক্ত মৃতদেহ তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি তুরাগ থানায় গিয়ে মৃতদেহের ছবি দেখে তার মেয়ে বিথী আক্তারকে সনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের মা মনোয়ারা বেগমের অভিযোগের ভিত্তিতে তুরাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর তুরাগ থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সনাক্ত করা হয়। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২:৫০ ঘটিকায় পল্লবী থানা পুলিশের সহায়তায় মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমের স্বামী বাবুলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় মিরপুর-১২ কালাপানি এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পরিবারিক কলহের জেরে ধরে হত্যাকাণ্ড ঘটিয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।