কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদুল্লাহ হল ছাত্রলীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হেদায়েত উল্লাহ সরকার (৪০) ২। ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মো: গিয়াস উদ্দিন (৫৮) ৩। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শরিফ হাসান অনু (৫৩) ও ৪। বরগুনা জেলার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক (৪৭)।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগের একটি টিম কোতয়ালী থানার দনিয়া যাত্রাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে হেদায়েত উল্লাহ সরকারকে গ্রেফতার করে। অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক ১১:১০ ঘটিকায় রুপনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো: গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।
ডিবি সূত্রে আরও জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৫:১৫ ঘটিকায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শরিফ হাসান অনুকে গ্রেফতার করে। অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় রমনা থানা এলাকায় অভিযান পরিচালনা করে আঃ রাজ্জাককে গ্রেফতার করে রমনা বিভাগ।
গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।