অপরাধ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০১৯ মামলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০১৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬ টি বাস, ৪টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪৫ টি সিএনজি ও ১৪২ টি মোটরসাইকেলসহ মোট ২৯৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৬ টি বাস, ৩৪ টি ট্রাক, ২৭ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৯০ টি মোটরসাইকেলসহ মোট ২৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৬ টি বাস, ৩ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ২৯টি সিএনজি ও ১১১ টি মোটরসাইকেলসহ মোট ২১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬ টি বাস, ৬ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি ও ১৩৪ টি মোটরসাইকেলসহ মোট ২২১ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৪ টি বাস, ৪ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ১৭৬টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২০ টি বাস, ১১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১১৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৩২ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১৫ টি বাস, ৯ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ১২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২ টি বাস, ৬ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৯৮ টি মোটরসাইকেলসহ মোট ১৪১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৭ টি গাড়ি ডাম্পিং ও ১৮৯টি গাড়ি রেকার করা হয়েছে।

গত (৩ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।