অপরাধ

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ০৮ নেতাকর্মীকে গ্রেফতার

Reporter

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। গাজীপুর কাজী আজিম উদ্দিন কলেজ ১ নং যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর মহানগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক কামরুল ইসলাম শাকিল (৩৪) ২। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি আল ইত্তেহাদ রোহান (২৯) ৩। ৪৬ নং গেন্ডারিয়া আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান (৩২) ৪। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক লাহুল হোসেন (৩১) ৫। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তানভীর রেজওয়ান ভূঁইয়া (৪৮) ৬। কুমিল্লা মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ ইয়াসিন আহমেদ রবিন (৩৫) ৭। কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি,বাগেরহাট জেলার মোংলা পৌরসভা ছাত্রলীগের সাবেক সদস্য মো: সজিব কাজী (৩৪) ও ৮। হাজারীবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাত চৌধুরী (৩১)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (২০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ০৮:২০ ঘটিকায় ডিবি মিরপুর বিভাগ মোঃ কামরুল ইসলাম শাকিলকে গাজীপুর জেলাধীন সদর থানা এলাকা হতে গ্রেফতার করে। একই দিন রাত ০৯:০০ ঘটিকায় ডিবি সাইবার বিভাগ আল ইত্তেহাদ রোহানকে দক্ষিণখান থানা এলাকা হতে গ্রেফতার করে। অপরদিকে একই দিন রাত ১১:৩৫ ঘটিকার সময় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গেন্ডারিয়া লোহারপুল কে বি রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হাসানকে গ্রেফতার করে। লাহুল হোসেনকে সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় কলাবাগান থানা এলাকা থেকে গ্রেফতার করে ডিবির পৃথক টিম।

ডিবি সূত্রে আরও জানা যায়, রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ০৮.৪৫ ঘটিকায় ডিবি-গুলশানের একটি টিম মিরপুর মডেল থানা থানাধীন সেকশন ৬ এলাকার একটি বাসা থেকে তানভীর রেজওয়ান ভূঁইয়াকে গ্রেফতার করে। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ০৮:৪৫ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগের একটি টিম রাজধানীর ডেমরা থানা এলাকা হতে মোঃ ইয়াসিন আহমেদ রবিনকে গ্রেফতার করে।

অপরদিকে রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১২.৫০ ঘটিকায় মো: সজিব কাজীকে পল্টন থানাধীন চামেলীবাগ এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-সাইবার দক্ষিণ বিভাগের একটি টিম। একই দিন রাত আনুমানিক ০২:৩৫ ঘটিকায় ডিবি- সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ হাজারীবাগ থানা এলাকা থেকে প্রভাত চৌধুরীকে গ্রেফতার করে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ ইয়াসিন আহমেদ রবিন ১৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে যুবলীগের ঝটিকা মিছিলের অন্যতম নেতৃত্ব দানকারী এবং রাজধানীতে ঝটিকা মিছিলে বিভিন্ন স্থান হতে লোক সরবরাহ ও অর্থ সহায়তা দিতো।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।