অপরাধ

কদমতলী ও তুরাগ এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলী এলাকা থেকে ২২ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো-মো. মনিরুল ইসলাম মনির (৩২) ও  (২) মো. মোশারফ (৩৫)।

বুধবার রাতে কদমতলী থানাধীন রায়েরবাগস্থ ঢাকা-সিলেট-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

অপর এক অভিযানে রাজধানীর তুরাগ এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মো. ওমর ফারুক (২৬) ও মো. সুলেমান (৩০)।

বুধবার তুরাগের ধউর বেড়িবাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে ডিএমপি’র এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।