রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭৪৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ৬ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৭৪ টি সিএনজি ও ১৭৭ টি মোটরসাইকেলসহ সহ মোট ৩৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬ টি বাস, ১৯ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৪৫ টি মোটরসাইকেলসহ মোট ১৭২ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ৩ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১১৫ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫ টি বাস, ৫ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ১৯৮ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২০ টি বাস, ৪ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৮৪ টি মোটরসাইকেলসহ মোট ২৩৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭ টি বাস, ১৫ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩৮ টি সিএনজি ও ৮৫ টি মোটরসাইকেলসহ মোট ২৪১ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ২৯ টি মোটরসাইকেলসহ মোট ৯৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪ টি বাস, ৪ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ১১৭ টি মোটরসাইকেলসহ মোট ১৯৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৮০ টি গাড়ি ডাম্পিং ও ১২৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বুধবার (০৫ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।