অপরাধ

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে

Reporter

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন এক বিচারকসহ ৫ জন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।

সাক্ষ্য গ্রহণের শুরুতে এসআই আশরাফুল ইসলামকে জেরা করেন শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। পরে সাক্ষ্য দেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।

বিচারক জাকির হোসেন জানান, ২৪ মার্চ ১৬৪ ধারায় তার কাছে জবানবন্দি দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বর্ণনা করেন সেদিনের ঘটনাবলি।

অপরদিকে, ট্রাইব্যুনাল-২ এ জুলাই আন্দোলনের প্রথম শহিদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন এস আই তরিকুল ইসলাম।

তিনি বলেন, আবু সাঈদের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছে সুরতহাল প্রতিবেদনে এমন তথ্য না দিতে হুশিয়ারি দিয়েছিলেন তৎকালীন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান।