অপরাধ

সবুজবাগ থানা পুলিশ কর্তৃক গাড়ি উদ্ধারসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গাড়ি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মো. পলাশ মিয়া (২৯) ।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) রাজধানীর সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে পলাশ মিয়াকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়,মো. আবুল বাসার নামে এক ব্যক্তির মালিকানাধীন সিলভার কালারের একটি করোলা ফিল্ডার প্রাইভেট কার, যার মূল্য প্রায় ২২ লক্ষ টাকা, মাসিক ২৮ হাজার টাকা ভাড়ায় চালানোর জন্য পলাশ মিয়াকে দেওয়া হয়। গাড়িটি তিনি নিয়মিত চালাতেন এবং দেশের বিভিন্ন স্থানে ট্রিপে যেতেন। গাড়িটি সবুজবাগ থানাধীন পশ্চিম মাদারটেকের একটি গ্যারেজে রাখা হতো।পলাশ মিয়ার কাছে গত দুই মাসের ভাড়া বাবদ ৫৬ হাজার টাকা বকেয়া ছিল। গত ৩১ জুলাই ২০২৫ রাত আনুমানিক ৭:৩০ ঘটিকার দিকে পলাশ মিয়া মালিককে ফোন করে জানায় যে সে গাড়িটি নিয়ে চট্টগ্রামে আছেন এবং ঢাকায় ফিরে সাক্ষাতে কথা বলবেন। এরপর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় এবং তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় মো. আবুল বাসারের অভিযোগের ভিত্তিতে সবুজবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

সবুজবাগ থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, পরবর্তীতে সবুজবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশ মিয়াকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার (১৭ আগস্ট ২০২৫ খ্রি.) চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন মুরাদপুরে শিক্ষা বোর্ডের সামনের রাস্তা থেকে করোলা ফিল্ডার গাড়িটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।