রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ওয়ারী থানা পুলিশ। গ্রেফতারকৃত হলো- ১। মোঃ রুবেল (৩৪)।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় ওয়ারী থানাধীন টিকাটুলী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওয়ারী থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে ওয়ারী থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওয়ারী থানাধীন টিকাটুলী মোড় সংলগ্ন পাকা রাস্তার উপর দুই জন মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে রুবেলকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর একজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। এ সময় গ্রেফতারকৃতের ব্যবহৃত প্রাইভেটকার ও দেহ তল্লাশি করে ২৫ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রুবেল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা নিয়ে এসে রাজধানী ঢাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।