রাজধানীর আদাবর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো- ১। হিমন রহমান শিকদার (৩২)।
আদাবর থানা সূত্রে জানা যায়, আজ বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস ডিভিশন (আইএডি) এর গোপন তথ্যের ভিত্তিতে আদাবর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে হিমন রহমান শিকদারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মেহেদির আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং এলাকার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, আতশবাজি, পটকা, বারুদ ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আদাবর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত হিমন রহমান শিকদার ও তার সহযোগী নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।