রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৩৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২ টি বাস, ১ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ৯৮ টি মোটরসাইকেলসহ মোট ২১৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৬ টি বাস, ২৩ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৫ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ১২৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ১২০ টি মোটরসাইকেলসহ মোট ২১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭ টি বাস, ৩ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৯১ টি মোটরসাইকেলসহ মোট ১৭৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ২৯ টি বাস, ৪ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১৪১ টি মোটরসাইকেলসহ মোট ৩১১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮ টি বাস, ১২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৬৭ টি মোটরসাইকেলসহ মোট ২০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ২ টি বাস, ১টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ২৪ টি মোটরসাইকেলসহ মোট ৮৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯ টি বাস, ৭ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৬৯ টি মোটরসাইকেলসহ মোট ১১৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩১০ টি গাড়ি ডাম্পিং ও ১৪৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম, এই তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।