দীর্ঘ ৬ বছর বেদখল থাকার পর ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসের এজলাস (মেডিয়েশন রুম) ও ক্লায়েন্ট হল সফলভাবে দখলমুক্ত করে আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে পুনরায় চালু করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকাল ৪:৩০টায় ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার মো: সায়েম খান (সিনিয়র সহকারী জজ)-এর অক্লান্ত প্রচেষ্টায় এই শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঁইয়া।
উদ্বোধনকৃত এজলাস রুমটি এখন মেডিয়েশন, অনলাইন ডিস্পিউট রেজোলিউশন (ODR), আইনগত পরামর্শ, প্রশিক্ষণ ও মিটিং এর জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি, কক্ষটিতে একটি মিনি লাইব্রেরি স্থাপন করা হয়েছে, যেখানে প্যানেল আইনজীবী ও ক্লায়েন্টদের জন্য প্রয়োজনীয় আইনের বই, ল’ রিপোর্ট ও রেফারেন্স ম্যাটেরিয়াল সরবরাহ করা হবে। এটি লিগ্যাল এইডের আওতাধীন মামলাগুলোর দক্ষতর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা লিগ্যাল এইড অফিসার মো: সায়েম খান তার বক্তব্যে বলেন, "এই এজলাস রুমটি শুধু একটি কক্ষ নয়, এটি ন্যায়বিচার প্রাপ্তিতে দরিদ্র ও অসহায় মানুষের আশ্রয়স্থল। আমরা ডিজিটাল পদ্ধতিতে মেডিয়েশন ও ODR-এর মাধ্যমে দ্রুত বিরোধ নিষ্পত্তির পথ তৈরি করছি।"
ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "আইনের শাসন ও সুবিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড অফিসের অবকাঠামোগত উন্নয়ন অপরিহার্য। এই পুনরুদ্ধার সমাজের সর্বস্তরের মানুষের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করবে।"
অনুষ্ঠানে উপস্থিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম ভূঁইয়া লিগ্যাল এইডের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, "এই ধরনের উদ্যোগ আইনি সহায়তা প্রাপ্তিকে আরও সহজলভ্য ও গতিশীল করবে। আমরা আশা করি, ঢাকা জেলার অন্যান্য অফিসেও এমন আধুনিক সুবিধা সম্প্রসারিত হবে।"
এই উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলার প্যানেল আইনজীবী, স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নতুন এজলাস রুমটি সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।