সেন্টমার্টিন দ্বীপ

ভ্রমণ

"রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্টমার্টিন" বিষয়টি গুজব

যা ঢালাও ভাবে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক

"সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্য রয়েছে, পর্যটক সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোন পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবে না।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সেন্টমার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ এ কথা বলেন।"

এই মর্মে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা গুজব ও ভিত্তিহীন। আদতে পরিবেশ অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি।