নির্বাচন পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এ চুক্তির আওতায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাবসের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবার আগে ও পরে বিভিন্ন পর্যায়ে প্রায় ১৭৫ থেকে ২০০ জন পর্যবেক্ষক এসে নির্বাচন কমিশনের সার্বিক সহায়তায় এ পর্যবেক্ষণের কাজ করবেন।
আজ বুধবার দুপুর সাড়ে তিনটায় সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় তিনি এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘এই চুক্তির আলোকে ইউরোপীয় ইউনিয়ন আমাদের কাছে নির্বাচনে কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটা ডেলিগেশন পাঠাবেন। তাদের সঙ্গে আমাদের যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সে চুক্তির আওতায় আমরা তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দিবো।’
এক্ষেত্রে আমরা তাদেরকে শুধু একটা জিনিসই অনুরোধ করেছি, সেটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে লোকাল প্রোটোকল মানতে হবে। যেমন - পার্বত্য চট্টগ্রামে লোকাল প্রোটোকল প্রয়োজনীয় হলে সে অনুযায়ী কাজ করতে হবে বলে জানান তিনি।
গত ১৫ ডিসেম্বর চুক্তিটি স্বাক্ষরিত হলেও তার অনুমোদন গতকাল রাতে পাবার কথা জানিয়ে তিনি আরো বলেন, ‘চুক্তিটি স্বাক্ষরিত হলেও তার অনুমোদন হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে, বেলজিয়ামের ব্রাসেলসে। গতকাল রাতেই তারা অনুমোদন দিয়ে আমাদের বার্তা পাঠিয়েছেন।’
এ বিষয়ে ইতোমধ্যেই কাজ শুরু করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, খুব দ্রুতই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।