জাতীয়

সেনাবাহিনী প্রধান কর্তৃক বিএনসিসির বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ আজ বুধবার (১৪ জানুয়ারি) সাভারের বাইপাইল এলাকায় অবস্থিত বিএনসিসি অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

সমাপনী কুচকাওয়াজ শেষে সেনাবাহিনী প্রধান বিএনসিসিতে কর্মরত সশস্ত্র বাহিনীর অফিসার, বিএনসিসি অফিসার, প্রফেসর আন্ডার অফিসার, টিচার আন্ডার অফিসার এবং বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে স্বাগত ভাষণ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে তিনি সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জাতীয় সংকটময় মুহূর্তে বিএনসিসি ক্যাডেটদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডেটদের অবদানের ভূয়সী প্রশংসা করেন সেনাবাহিনী প্রধান।

তিনি বিএনসিসি’র সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও দেশ ও জাতির কল্যাণে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সামরিক সচিব, জিওসি ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সাভার এরিয়া), ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনসিসি অধিদপ্তরের মহাপরিচালক, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএনসিসির বিভিন্ন পর্যায়ের অফিসার ও ক্যাডেটগণ এবং গণমাধ্যমকর্মীরা।