সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরলে পুলিশ সদস্যদের ৫ হাজার টাকা পুরস্কার দেয়া হবে এমন একটি খবর ভাইরাল হয়েছে। তবে নির্দিষ্টভাবে এমন কোনো পুরস্কারের কথা জানে না ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার (২১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাভাবিকভাবে আমাদের অফিসার বা ফোর্স কোনো ভালো কাজ করলে সবসময় সেটিকে আমরা উৎসাহিত করে থাকি। এ ক্ষেত্রে আর্থিক প্রণোদনা থেকে শুরু করে বিভিন্নভাবে উৎসাহিত করা হয়। বিশেষ করে তাদের আর্থিকভাবে পুরস্কৃত করার বিষয় আইনিভাবেই রয়েছে। এছাড়া কাজে উৎসাহিত করার জন্য বিভিন্নভাবে তাদের পুরস্কারের বিধানও রয়েছে।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষভাবে কোনো একটি কাজের জন্য ওয়্যারলেস বার্তায় ৫ হাজার টাকা পুরস্কারের বিষয়টি আমার জানা নেই। তবে যেকোনো সময় যে কাউকে ভালো কাজের জন্য উৎসাহিত করার যে নিয়ম রয়েছে, সেটি আমরা আইনের মধ্যে থেকেই নিয়ম মেনে করে থাকি।
সম্প্রতি এক পুলিশ কর্মকর্তার রাত ৯টার পর হাতিরঝিলে চলাচলে নিরুৎসাহিত করার বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিনরাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের পক্ষ থেকে কোনো একটি নির্দিষ্ট স্থানে কোনো একটি নির্দিষ্ট সময়ে কারও চলাচল নিরুৎসাহিত করা হয়নি। এটি অন্য কোনো ইউনিট করে থাকলে এ বিষয়ে আমার জানা নেই। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আপনারা নিশ্চিন্তে-নির্ভয়ে চলাফেরা করবেন।