আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একইসঙ্গে আনসার বাহিনীর জন্য ১৭ হাজার শর্টগান কেনার সিদ্ধান্তও অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, বডি ক্যামেরা কেনা নিয়ে বিস্তৃত পর্যালোচনা করা হয়েছে। আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রস্তাব থাকলেও এখন সংখ্যা ‘রেশনালাইজ’ করা হবে। সব ভোটকেন্দ্রে নয়, বরং নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচনার ভিত্তিতে কেবল স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রেগুলোতে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা বলেন, “মূল্য, প্রকিউরমেন্ট প্রক্রিয়া ও মনিটরিং সক্ষমতা যাচাই করে স্বচ্ছতার সঙ্গে কেনা হবে। সংখ্যা কমবে, তবে কতটা কমবে তা প্রস্তাব আসার পর জানা যাবে। খুব দ্রুতই এটি এগোবে।”
এদিন বৈঠকে আনসারের জন্য ১৭ হাজার শর্টগান কেনার সিদ্ধান্তও অনুমোদিত হয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “আনসারদের অস্ত্র অনেক পুরোনো হয়ে গেছে। তাই নতুন অস্ত্র কেনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।”
এ ছাড়া বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে রোজার আগেই চাল ও গম আমদানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান সালেহউদ্দিন আহমেদ। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে– চাহিদা মেটাতে এক কোটি ই-পাসপোর্টের বই কেনা হবে এবং টিকার সংকট বিবেচনায় ইপিআই টিকা আমদানির প্রক্রিয়াও ত্বরান্বিত করা হবে।