গণসংহতি আন্দোলনের ৩ দিন ব্যাপী ৫ম জাতীয় সম্মেলনের ১ম দিন আগামীকাল ৩১ অক্টোবর শুক্রবার দুপুর ২.৩০টায় ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে সম্মেলনের উদ্বোধনী সমাবেশ।
সম্মেলন উদ্বোধন করবেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
সমাবেশে সূচনা বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম লালা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহবায়ক আলী আহসান জোনায়েদসহ জাতীয় ও দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দ।
শ্রমিক-কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত ও প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা চাই-এই দাবি নিয়ে এবং "বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, অধিকার ও মর্যাদার বাংলাদেশ, জনগণের বাংলাদেশ" গড়ার অঙ্গীকার নিয়ে, ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলন। সম্মেলনে সারা দেশ থেকে প্রতিনিধি ও পর্যবেক্ষকরা উপস্থিত থেকে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন ও দলের নীতি নির্ধারণে অংশ নেবেন।
এই সমাবেশে আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি/সাংবাদিক ও একজন আলোকচিত্রী/ক্যামেরাপার্সন পাঠিয়ে সম্মেলন সফলে সহযোগিতা করার অনুরোধ রইল।