নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী)-এই দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে।
আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, দল দুটি নিবন্ধনের সিদ্ধান্ত দিয়ে ইসি ইতোমধ্যে গেজেট প্রকাশ করেছে।
তিনি জানান, নতুন দল নিবন্ধন প্রক্রিয়া শুরুতে ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করে। প্রথম ধাপের পর্যালোচনায় ১২১টি দলকে নামঞ্জুর করা হয়। এরপর ২২টি দলের বিষয়ে ইসির পর্যালোচনা শুরু হয়। এই ২২টি দলের মধ্যে তিনটি দল-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং বাংলাদেশ আম জনগণ পার্টি-এদের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে বাংলাদেশ আম জনগণ পার্টির বিরুদ্ধে কিছু আপত্তি পাওয়ায় সেটির বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি।
সিনিয়র সচিব জানান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্সবাদী) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিষয়ে কোনো বিরূপ মতামত পাওয়া যায়নি। তাই কমিশন এ পর্যায়ে এই দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ আম জনগণ পার্টির বিরূপ মন্তব্যগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, রিভিউয়ের জন্য মোট ১৪টি দল আবেদন করেছে। প্রথম ধাপে নামঞ্জুর হওয়া দল থেকে ৭টি এবং ২২টি দলের মধ্য থেকে নামঞ্জুর হওয়া দল থেকেও ৭টি দল। এসব দলের বিষয়ে অধিকতর পর্যালোচনা ও তদন্ত চলছে।
গণভোটের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, এখনো পর্যন্ত গণভোট নিয়ে কোনো নির্দেশনা কমিশন পায়নি। নির্দেশনা পাওয়া মাত্রই তা জানানো হবে এবং সেই অনুযায়ী কর্মপরিকল্পনাও জানিয়ে দেওয়া হবে।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মপরিকল্পনার আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং পর্যবেক্ষক সংস্থা চূড়ান্ত করার কাজে কিছুটা পিছিয়ে থাকলেও এখন এসব কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে এবং ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।