জাতীয়

আ.লীগের কার্যক্রম সচল হতে পারে যেকোনো সময়: ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। কেবল দলটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মাঝে জিটিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের করা প্রশ্নের উত্তরে ড. ইউনূস এই কথাগুলো বলেন। তিনি আরও বলেন, যেকোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালু হতে পারে।

গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত সেই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেন কার্যক্রম স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না। তিনি বলেন, দলটি আইনগতভাবে বৈধ, কিন্তু তাদের কার্যকলাপ কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়েছে, যা যেকোনো সময় তুলে নেওয়া হতে পারে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই বিষয়ে নির্বাচন কমিশনই সঠিক ব্যাখ্যা দিতে পারবে। যেহেতু নির্বাচন আয়োজনের দায়িত্ব তাদের, তাই কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে আর কোনটি পারবে না, সে বিষয়ে তারাই সবচেয়ে ভালো বলতে পারবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক থাকার বিষয়টি তিনি মানেন না, তবে দলটির সমর্থক রয়েছে। তিনি উল্লেখ করেন, এই সমর্থকরা অন্য সাধারণ ভোটারদের মতোই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, কিন্তু ব্যালটে আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকবে না।

ড. ইউনূস বলেন, আওয়ামী লীগ নিজেদের একটি রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও, তারা সেভাবে নিজেদের উপস্থাপন করতে পারেনি। তিনি আরও অভিযোগ করেন, তারা মানুষ হত্যা করেছে এবং নিজেদের কর্মকাণ্ডের কোনো দায়ভার গ্রহণ করেনি। এর পরিবর্তে, তারা সবসময় নিজেদের কাজের জন্য অন্যদের ওপর দোষারোপ করেছে।