জাতীয়

পদত্যাগের বাতাসে টালমাটাল ইউনুস সরকার: ভারতীয় গনমাধ্যমে সংবাদ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে অধ্যাপক মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্রমেই রাজনৈতিক ভারসাম্য হারাচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। সরকারের শীর্ষ পর্যায়ে আরেকটি পদত্যাগ পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।

রাষ্ট্রীয় গেজেট অনুযায়ী, খোদা বাকশ চৌধুরী, যিনি গৃহবিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সমমর্যাদার দায়িত্বে ছিলেন, পদত্যাগ করেছেন। বুধবার রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগ গ্রহণ করেন।

এই পদত্যাগকে নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছে না রাজনৈতিক মহল। বরং এটি চরমপন্থী চাপের কাছে সরকারের কৌশলগত পিছু হটা বলেই মূল্যায়ন করা হচ্ছে। ছাত্রনেতা শরীফ ওসমান হাদী, সংক্রান্ত মামলায় জবাবদিহির দাবিতে সাম্প্রতিক সময়ে সরকারকে লক্ষ্য করে হুঁশিয়ারি ও আন্দোলনের ঘোষণা আসে বিভিন্ন কট্টর গোষ্ঠীর পক্ষ থেকে।

এর আগে ইনকিলাব মঞ্চ- এর সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেন। তাঁর অভিযোগ ছিল, অভিযুক্তদের গ্রেপ্তারে ব্যর্থ হয়ে গৃহ উপদেষ্টা কার্যত অপরাধীদের আড়াল করছেন।

যদিও গৃহ উপদেষ্টা নিজ পদে বহাল রয়েছেন, তবে তাঁর অধীনস্থ কর্মকর্তার পদত্যাগকে বিশ্লেষকরা দেখছেন রাজপথ শান্ত রাখার চেষ্টা হিসেবে। প্রশ্ন উঠছে- এই ছাড় কি পরিস্থিতি সামাল দেবে, নাকি উল্টো আরও চাপ বাড়াবে?

এই ঘটনাটি বিচ্ছিন্ন নয়। ইউনুস সরকারের মেয়াদে ইতোমধ্যেই তিনজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, যা সরকারের স্থিতিশীলতা ও নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।

পদত্যাগকারীরা হলেন-

  • নাহিদ ইসলাম, ছাত্র উপদেষ্টা (২০২৫ সালের শুরুতে)

  • আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা (১০ ডিসেম্বর ২০২৫)

  • মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা (১০ ডিসেম্বর ২০২৫)

এদিকে বিএনপি সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করে সরকারের কর্তৃত্ব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে।

যদিও সরকারের পক্ষ থেকে কিছু পদত্যাগকে আসন্ন ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, বিশ্লেষকদের মতে সামগ্রিক চিত্র আরও উদ্বেগজনক। সরকার ক্রমেই প্রাতিষ্ঠানিক সিদ্ধান্তের বদলে আল্টিমেটাম ও রাজপথের চাপে সাড়া দিচ্ছে, এমন ধারণা জোরালো হচ্ছে।

একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও, বর্তমান বাস্তবতায় ইউনুস সরকারকে দেখা হচ্ছে ছাড়ের মাধ্যমে টিকে থাকা এক অন্তর্বর্তী শাসনব্যবস্থা হিসেবে, যেখানে শৃঙ্খলা, বৈধতা ও জনচাপের ভারসাম্য দিন দিন কঠিন হয়ে উঠছে।

সুত্র: News18