নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ। তারা নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও পারবে না।
বুধবার (৫ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, যেসব দল নির্বাচনে অংশ নেবে তাদেরও দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা। এছাড়াও নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন এক সাথে কাজ করলে কোন সমস্যা হবে না। নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য বাহিনীসহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে হবে ফ্রি, ফেয়ার ক্রেডিবিল ও উৎসবমুখর। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন ধরনের হুমকি নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবার্চনের আগে জামিন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া অনেক গুজব রটানোর শঙ্কা রয়েছে, এক্ষেত্রেও মন্ত্রণালয় সব ধরনের ব্যবস্থা নেবে।
পার্শ্ববর্তী দেশ অনেক সময় গুজব ছড়ায় অভিযোগ করে সাংবাদিকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, সত্যি ঘটনাটা আপনারা তুলে ধরবেন। মাদক, দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবার সহযোগিতাও কামনা করেন উপদেষ্টা।