জাতীয়

রাজধানীতে প্রতীমা বিসর্জন ঘিরে কোনো রকম হুমকি নেই: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে প্রতীমা বিসর্জন ঘিরে কোনো রকম হুমকি নেই, নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা এমনটাই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।

বুধবার (১ অক্টোবর) বিকেলে বনানী পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পূজামণ্ডপগুলোতে উৎসবমুখরভাবে পূজার আনুষ্ঠানিকতা চলছে।

নির্ধারিত সময়ে প্রতীমা বিসর্জনের আনুষ্ঠানিকতা শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকায় যে ২৫৪ টি পূজামন্ডপে পূজা চলছে, সেসব স্থানে রাতে নিরাপত্তায় পূজা আয়োজক কমিটিকে দুজন স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে।