ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল অ্যাকশন গ্রুপের বম্ব ডিসপোজাল ইউনিটের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক মাসব্যাপী ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অ্যান্টি টেরোরিজম অ্যাসিসট্যান্স (এটিএ) কর্তৃক পরিচালিত মেন্টরশিপ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এটিএ পরিচালিত সবচেয়ে উন্নত প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম এই প্রশিক্ষণ বম্ব ডিসপোজাল ইউনিটের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে ডিএমপির বম্ব ডিসপোজাল ইউনিটের সক্ষমতা ও কার্যকারিতা বহুগুণ বেড়েছে। কেবল ব্যবহারিক দক্ষতাই নয়, তাত্ত্বিক জ্ঞান ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি সম্পর্কিত বিষয় ও এ প্রশিক্ষণের অন্তর্ভুক্ত ছিলো।প্রশিক্ষণটি পরিচালনা করেছেন দুইজন অভিজ্ঞ মার্কিন প্রশিক্ষক।
প্রশিক্ষণ শেষে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাসুদ করিম।