জাতীয়

গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। দেশ পরিবর্তনের জন্য। 

তিনি বলেন, এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যেতে হবে। দেশের মানুষ যেভাবে গণভোটের ব্যাপারে বুঝবে, সেভাবেই তাদেরকে বোঝাতে হবে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও উদ্ভুদ্ধকরণ উপলক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম আরও বলেন, ১৯৭১ সালে যুদ্ধে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ২৪ এর গণ-অভ্যুত্থানে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট বিদায় হয়েছে। তবে এইভাবে যাতে আন্দোলনে কাউকে আর বুকের তাজা রক্ত ঢেলে না দিতে হয়। 

তিনি বলেন, কোনও মাকে যেন আর সন্তানহারা হতে না হয়, সে জন্য এই গণভোটের হ্যাঁ ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য সম্মিলিতভাবে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি বেসরকারিভাবেও প্রচারণা চালাতে হবে। প্রয়োজনে বিভিন্ন এনজিওর সহায়তা নেয়া যেতে পারে। 

গণভোটের  হ্যাঁ ভোট জয়যুক্ত হলে, একটি সুন্দর বাংলাদেশ গঠিত হবে বলে আশা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হলে এমন একটি সুন্দর বাংলাদেশ গঠিত হবে যে বাংলাদেশে কাউকে আর অকারণে জেল খাটতে হবে না, কোন সরকার চাইলেও স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না, কোন সরকার দেশের নাগরিকের মৌলিক অধিকার হরণ করতে পারবে না। 
তিনি আরও বলেন, আমাদের দেশের অনেক নাগরিক এখনও গণভোট সম্বন্ধে বোঝে না। তাদেরকে প্রয়োজনে তাদের ছেলে-মেয়েদের দিয়ে বোঝাতে হবে। গণভোটের ব্যাপারে যারা যেভাবে বুঝবে, তাদেরকে সেভাবেই বোঝাতে হবে। 

এ সময় উপদেষ্টা উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতীয় নির্বাচনে কোন প্রার্থীর পক্ষপাতিত্ব করার কোন ধরনের সুযোগ নেই। সবাইকে নিরপেক্ষ থেকে কার্যক্রম পরিচালনা করতে হবে।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— স্বাস্থ্য  ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জাওয়াদুল হক, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহী কলেজে অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার মো. ফয়সাল আলম, রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. রাজিউর ইসলাম ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান। 

রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।