রাজধানীতে নিষিদ্ধ দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সাবেক নেতা ও আত্মীয়স্বজনের ফাঁকা ফ্ল্যাটে অবস্থান করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম বলেন, ঢাকা শহরে অনেক ফাঁকা ফ্ল্যাট আছে। এসব ফ্ল্যাটে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিনা মূল্যে অবস্থান করছে। স্থানীয়রা চাইলে আমাদের সহযোগিতা করতে পারেন।
তিনি জানান, ৫ আগস্টের পর কিছু নেতাকর্মী দেশ ছাড়লেও বড় একটি অংশ এখনও দেশের ভেতরেই অবস্থান করছে এবং তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও সাতটি ব্যানার জব্দ করা হয়। আটকরা ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসেছিল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নির্বাচনের আগে অপতৎপরতা চালাতে দেশি-বিদেশি অর্থায়ন চলছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
নজরুল ইসলাম আরও জানান, ককটেল তৈরির নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির তথ্য মেলেনি। বেশিরভাগ মানুষ মিছিলে অংশ নিচ্ছে টাকার বিনিময়ে।