সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাঁদাবাজির ভিডিও ক্লিপ নিয়ে অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
গত মঙ্গলবার (২৪ জুন) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ফেসবুক অ্যাকাউন্টে সংগঠনটির আরেক নেত্রী মাহমুদা মিতুর কাছে দুদকের এক লাখ টাকা চাঁদা দাবির একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন।
এ বিষয়ে দুদক মহাপরিচালক বলেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ দুদককে নিয়ে চাঁদাবাজির যে ভিডিও ক্লিপ প্রকাশ করেছেন, তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, দুদককে নিয়ে হাসনাত আবদুল্লাহর অভিযোগের বিষয়ে দুদকের কোনো পর্যায়ের সংশ্লিষ্টতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মো. আক্তার হোসেন বলেন, দুদকের নাম ভাঙানো প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে হাসনাত আবদুল্লাহও তার ভুল বুঝতে পারবেন।
দুদক মহাপরিচালক জানান, ঋণের নামে অর্থ আত্মসাৎ করায় গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, সাবেক এমডি পি কে হালদারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, এ ছাড়া ২৯তম বিসিএসের ফল প্রকাশের ১৩ মাস পর নন-ক্যাডারে সুপারিশ পাওয়া ২১ জনকে ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্যাডার পদে পদায়নের অভিযোগ অনুসন্ধান করবে দুদক।