জাতীয়

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হলো জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা

নিজস্ব প্রতিবেদক

বৈরি আবহাওয়ার কারণে কিছুটা বিলম্বেই শুরু হলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠান।

শুক্রবার (১৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টা ৩৫ মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় এটি।

এতে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত রয়েছে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের নেতারা। তবে উপস্থিত নেই জাতীয় নাগরিক পার্টি।

বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও মির্জা আব্বাস, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও আইনজীবী শিশির মনির, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ গণঅধিকার পরিষদের নেতারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

পাশাপাশি কয়েকজন উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সদস্যদের উপস্থিতি ইতোমধ্যে সেখানে দেখা গেছে।

এদিন বিকেল চারটায় জুলাই সনদ সাক্ষর অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে, বিভিন্ন দাবিতে বেলা ১টার দিকে জুলাই যোদ্ধা পরিচয়ে একদল লোক অনুষ্ঠানস্থলে অবস্থান নিলে পুলিশ ও তাদের মধ্যে মধ্যে সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তারপর নামে বৃষ্টি। সবমিলিয়ে অনুষ্ঠান শুরু করতে কিছুটা দেরি হলো। প্রতিবেদন প্রকাশের সময় অনুষ্ঠান শুরু হয়েছে।

উল্লেখ্য, সনদ বাস্তবায়ন পদ্ধতির খসড়া, নির্বাচনের আগে গণভোট, সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা এবং আগামী সংসদকে কনস্টিটুয়েন্ট ক্ষমতা না দিলে অনুষ্ঠানে যাবে না বলে গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্পষ্ট জানিয়ে দেয় এনসিপি।