Channel 24;চ্যানেল 24;চ্যানেল ২৪;www.channel24bd.tv
জাতীয়

জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমানকে বদলি

Reporter

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মো. রফিকুর হকের সই করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, এই কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা ড. মোখলেস উর রহমানকে গত বছরের ২৮ আগস্ট ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ওই সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছিলেন।

তবে মোখলেস উর রহমান জনপ্রশাসন সচিবের দায়িত্ব নেয়ার পর প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেই সঙ্গে পদায়ন ও পদোন্নতি বঞ্চিতদের অবমূল্যায়নের অভিযোগ ওঠে। এছাড়াও বিভিন্ন সংস্থা প্রধান, সচিব ও জেলা প্রশাসক নিয়োগ নিয়ে সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি বিভিন্ন পদে নিয়োগকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে। এসব অভিযোগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়।