জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের মৃত্যু গুলিতে হয়েছে, সেটা লিখতে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) তৎকালীন সহকারী কমিশনার আরিফুজ্জামান লিখতে নিষেধ করেছিলেন বলে জানিয়েছেন এসআই তরিকুল ইসলাম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
সাক্ষ্যে এসআই তরিকুল ইসলাম বলেন, আবু সাঈদের মৃত্যু গুলিতে হয়েছে, তা লিখতে না করেন আরএমপির তৎকালীন সহকারী কমিশনার আরিফুজ্জামান। চাকরি খেয়ে ফেলার হুমকি দেন তিনি।
এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) তৃতীয় দিনের সাক্ষ্যে আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ হয়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে আবু সাঈদের মৃত্যু হয়েছে—এমন রিপোর্ট দেয়ায় তা গ্রহণ করা হয়নি।
ডা. রাজিবুল ইসলাম বলেন, নানামুখি চাপ প্রয়োগ করে সেই রিপোর্ট মোট ৫ বার বদলানো হয়। কিন্তু ময়নাতদন্তের প্রথম রিপোর্টটিই সঠিক ছিল।