জাতীয়

সনদ বাস্তবায়ন নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত দেবে সরকার: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ৩-৪ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে সরকার। রাজনৈতিক দলগুলো তা মেনে নেবে, এমনটাই আশা করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ ২০২৫ খসড়ার সংশোধন প্রস্তাব বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, ধারাবাহিকভাবে সংস্কার করা হলে ভালো কিছু হবে। রাতারাতি সংস্কার করে ফেলা হবে, এমন চিন্তা থেকে সবার বের হয়ে আসা উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সংবিধান কোন ম্যাজিক না যে এতে অন্তর্ভুক্ত থাকলেই সব সমস্যার সমাধান হবে। নির্বাচিত সরকার সংস্কারের ধারা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন আইন উপদেষ্টা।