জাতীয়

বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

এখন পাহাড়ের অবস্থা শান্ত, কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খাগড়াছড়ির গুইমারায় সহিংসতা নিয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খাগড়াছড়ির বর্তমান অবস্থা কী এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে পাহাড়ের অবস্থা শান্ত। সেখানে এখন মোটামুটি কোনো সমস্যা নেই। কিছু কিছু লোকের উদ্দেশ্য ছিল যাতে হিন্দু ধর্মাবলম্বীরা ভালোভাবে পূজা উদযাপন করতে না পারেন, কিন্তু তারা সফল হয়নি। 

তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করেছে। এদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেয়া হবে।