জাতীয়

মন্দির থেকে পুলিশ ফোর্সের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরি, ৭ পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

পূজামণ্ডপে ডিউটিরত অবস্থায় গুলি হারিয়ে ফেলায় ৭ পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

তাদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও ৫ জন কনস্টেবল। 

আজ মঙ্গলবার ভোরে রাজধানীর বাড্ডা থানাধীন একটি পূজামণ্ডপে তারা ৩০ রাউন্ড গুলি হারিয়ে ফেলেন বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'মঙ্গলবার সকালে মণ্ডপে ডিউটিরত অবস্থায় কয়েকজন পুলিশ সদস্য ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে উঠে তারা ৩০ রাউন্ড গুলি খোঁজ পাননি।'

গুলির রাউন্ডগুলো রাবার কার্তুজের ছিল উল্লেখ করে তিনি জানান, পরে গুলি খুঁজে পাওয়া গেলেও দায়িত্বে অবহেলার অভিযোগে ৭ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। 

'এসআই ও এএসআই বাড্ডা থানার কর্মকর্তা। কনস্টেবল ৫ জনকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগ থেকে ডিউটিতে পাঠানো হয়েছিল,' বলেন তালেবুর।