জাতীয়

তথ্য যাচাইয়ের জন্যই সাংবাদিক সোহেলকে আনা হয়েছিল: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর ও অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি মিজানুর রহমান সোহেলকে আটক করা হয়নি, বরং তথ্য যাচাইয়ের জন্য ডিবি অফিসে আনা হয়েছিল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মিজানুর রহমান সোহেলকে আটক করা হয়নি। কিছু তথ্য যাচাইয়ের প্রয়োজন হওয়ায় তাকে ডিবিতে আনা হয়েছিল। পরে তাকে তার স্ত্রীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে সোহেলকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাকে স্ত্রী সুমাইয়া সীমার জিম্মায় মুক্তি দেওয়া হয়।