জাতীয়

চামড়া ও চিনি শিল্পে পাকিস্তানের সহযোগিতা চেয়েছি: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আমদানি-রফতানির ক্ষেত্রে দেশের স্বার্থ সবার আগে দেখা হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, পণ্যের প্রতিযোগিতামূলক বাজারমূল্য নিশ্চিত করতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন গঠনে বাংলাদেশ-পাকিস্তান একমত হয়েছে। বৈঠকে হাইড্রোজেন পার অক্সাইডের ওপর এন্টি ডাম্পিং ট্যাক্স তুলে নেয়ার পাশাপাশি চামড়া ও চিনি শিল্পে পাকিস্তানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

এ ছাড়া পাকিস্তানে এক কোটি কেজি পর্যন্ত চা রফতানিতে শুল্কমুক্ত সুবিধা নেবে বাংলাদেশ। পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফরে বেশ কয়েকটি এমওইউ সই হবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।