ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার 'বডি অন ক্যামেরা' কেনার বিষয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা।
বৈঠক শেষে উপদেষ্টা বলেন, ইউএনডিপি অথবা অন্য কোনও মাধ্যমে এসব বডি অন ক্যামেরা কেনা হতে পারে।
পে কমিশন জটিল বিষয় জানিয়ে তিনি বলেন, এ নিয়ে ক্ষোভের কিছু নেই। এর সাথে অর্থ সংস্থানের বিষয় আছে। এসব বিষয়ে ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে অন্তবর্তী সরকার।
তিনি আরও বলেন, বন্দরে অনেক পুরোনো গাড়ি আটকে আছে। সেগুলো স্ক্রাপ করে বিক্রি করা হবে।