জাতীয়

'শাহজালালের কার্গো ভিলেজে অগ্নিনির্বাপণে নিজস্ব কোনো ব্যবস্থা ছিল না'

নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মন্তব্য করে বলেছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিনির্বাপণে নিজস্ব কোনো ব্যবস্থা ছিল না।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিনির্বাপণে নিজস্ব কোনো ব্যবস্থা ছিল না।

তিনি বলেন, কার্গো ভিলেজের আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে। তবে অতিরিক্ত সতর্কতা হিসেবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে রাখা হবে।