জাতীয়

নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অর্থবহ নির্বাচনের জন্য ওনার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সিইসিসহ নির্বাচন কমিশনারদের সাক্ষৎ শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানান ইসি সচিস আখতার হোসেন।

ইসি সচিব জানান, তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। আউট অফ কান্ট্রি ভোট নিয়ে কৌতুহল ছিল রাষ্ট্রপতির। নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। অর্থবহ নির্বাচনের জন্য ওনার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

তিনি বলেন, বিকাল ৪টায় ভাসন রেকর্ড করা হবে। এখন সার্বিক আলোচনা চলছে কখন ঘোষণা করা হবে। দুই ঘণ্টা পর আরেকটা আপডেট পাবেন। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) প্রতিনিধিদল। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে স্বাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ শেষে তারা বেরিয়ে যান ২টায়।

রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে সব ধরনের প্রস্তুতি অবহিত করা হয় রাষ্ট্রপতিকে। এরপর সিইসি বিটিভি-বেতারে ভাষণের মাধ্যম ভোটের তফসিল ঘোষণা করেন। 

প্রথমবারের মতো প্রবাসী ভোটার, দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কয়েদিরা আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এছাড়া কোনো দল জোট গঠন করলেও এবার নিজেদের প্রতীকের বাইরে অন্য দলের প্রতীকে ভোটে অংশ নেয়ার সুযোগ রাখেনি নির্বাচন কমিশন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৩ কোটি নাগরিক। সবশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ভোটারদের জন্য ৪২ হাজার ৭৬১টি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে, যেখানে মোট ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। এর মধ্যে পুরুষ ভোটকক্ষ ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলা ভোটকক্ষ ১ লাখ ২৯ হাজার ৬০২টি। দুই নির্বাচনের ভোট একসঙ্গে হওয়ায় গোপন কক্ষের সংখ্যা বাড়তে পারে। এবার ভোটগ্রহণ হবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।