জাতীয়

তারেক রহমানের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সমস্যা হলে সমাধানের আশ্বাস পররাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট নিয়ে সমস্যা হলে সমাধানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এই আশ্বাস দেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেছেন- এমন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই, উনি ফেরার তথ্য জানালে যথাযথ উদ্যোগ নেবে সরকার।

মালয়েশিয়ায় যারা ধরা পড়েছে তাদের নিয়ে দূতাবাস কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অভিবাসন ব‍্যয় অত‍্যাধিক হওয়ার কারণে সংকট বেশি তৈরী হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের রিক্রুটিং এজেন্টদের জন‍্য শ্রমিকরা বেশি ভুক্তভোগী হচ্ছেন।

তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে একবারই চিঠি দেয়া হয়েছে, ফের চিঠি দেয়া হলে জানানো হবে।