জাতীয়

আগামী মৌসুমে সাভারে কোনো ইটভাটা চলবে না: পরিবেশ উপদেষ্টা

Reporter

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সাভার উপজেলায় ঘোষিত ডি-গ্রেডেড এয়ারশেড বাস্তবায়নের অংশ হিসেবে আগামী মৌসুমে কোনো ইটভাটা চালু করা যাবে না। আর আইনভঙ্গ হলে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে ইটভাটা মালিকদের অবশ্যই সহযোগিতা করতে হবে। অন্যথায় আইন অমান্য করে ইটভাটা চালু হলে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরকে সঙ্গে নিয়ে একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, উন্মুক্তভাবে ময়লা পোড়ানো, অবৈধ সীসা-ভাট্টি পরিচালনা এবং টায়ার পুড়িয়ে তেল প্রস্তুতকারী অবৈধ পাইরোলাইসিস কারখানা থেকে বায়ুদূষণ রোধে প্রয়োজনে রাতেও অভিযান চালানো হবে। একইসঙ্গে নির্মাণসামগ্রী খোলা জায়গায় রাখলে বা পরিবহন করলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার পাশাপাশি মালামাল জব্দ করা হবে।

তিনি বলেন, সবাই একসঙ্গে কাজ করলে ঘোষিত ডি-গ্রেডেড এয়ারশেড বাস্তবায়নে সফল হওয়া সম্ভব এবং সুস্থ জীবনের জন্য ক্ষতিগ্রস্ত আয়ুষ্কাল পুনরুদ্ধার করা যাবে। এজন্য জনগণকে সচেতন করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশসহ নানা উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। সভায় ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মো. জিয়াউল হকসহ সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।