জাতীয়

পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

Reporter

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুলিশের স্বাধীন তদন্ত কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বাস্থ্যখাত, নারী সংস্কার কমিশনসহ বিভিন্ন সংস্কার কমিশনের কার্যক্রমের আপডেট উপস্থাপন করা হয়।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা স্থানীয় সরকারকে বিকেন্দ্রীকরণ ও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একইসঙ্গে পুলিশের স্বাধীন তদন্ত (ইনভেস্টিগেশন) কমিশন এবং পুলিশের ভেতরে কমপ্লেইন কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন।

শফিকুল আলম জানান, নেপাল থেকে বাংলাদেশের ফুটবল দল আনার জন্য বিশেষ বিমান পাঠানো হয়েছে। মেডিকেল কলেজে শিক্ষার মান উন্নত করতে করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এ পর্যন্ত ৫১টি সংস্কার প্রস্তাব বাস্তবায়িত হয়েছে এবং আরও ২৪৬টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নাধীন বলে জানান তিনি। এনবিআর, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চালু রয়েছে।

প্রেস সচিব বলেন, সমুদ্রগামী জাহাজের ধারণক্ষমতা ৫ হাজার ডেডওয়েট টন (ডিডব্লিউটি) পর্যন্ত কর অব্যাহতি দেয়া হয়েছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ এবং আসন্ন ১৫ তারিখ ওআইসি বৈঠকে তার অংশগ্রহণ সম্পর্কেও উপদেষ্টা পরিষদের বৈঠকে অবহিত করা হয়।

এ ছাড়া শ্রম আইন সংশোধনের কাজ চলমান রয়েছে বলেও বৈঠকে জানানো হয়।