জাতীয়

হাইকমিশনে হামলার বিষয়ে দিল্লির বক্তব্য পুরোপুরি প্রত্যাখ‍্যান ঢাকার

নিজস্ব প্রতিবেদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার চেষ্টা নিয়ে ভারতের প্রেসনোট ঢাকা পুরোপুরিভাবে প্রত্যাখ‍্যান করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই ধরনের পরিবেশ আর হবে না বলেও আসা প্রকাশ করেন তিনি।

রোববার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এমন নয় যে এটা বাইরের কোনও জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে। ২৫ জনের একটা চরমপন্সথী সংগঠনের সদস্যরা এত দূর পর্যন্ত কেন আসতে পারবে? এর মানে হলো তাদের আসতে দেয়া হয়েছে। তারা এসে শুধু হিন্দু নাগরিককে হত্যার প্রতিবাদ জানিয়েছে তা নয়, আরও অনেক কিছু বলেছে। আমার কাছে প্রমাণ নেই যে হাইকমিশনারকে হত্যার হুমকি দেয়া হয়েছে তবে আমরা শুনেছি যে তাকে এমন হুমকি দেয়া হয়েছে। 

প্ররাষ্ট্র উপদেষ্টা বলেন, একজন বাংলাদেশি নাগরিক নৃশংসভাবে খুন হয়েছেন। এর সাথে সংখ্যালঘুদের নিরাপত্তার হুমকির প্রশ্ন তোলার কোনও মানে হয় না। তিনি বাংলাদেশের নাগরিক এবং অবলম্বে বাংলাদেশ এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এরইমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ঘটনা যে শুধু বাংলাদেশে ঘটে তা নয়, এই অঞ্চলের সব দেশেই ঘটে। 

বাংলাদেশি কূটনিতিকদের নিরাপত্তা জোরদার করা দরকার কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে তা করা হবে। এখানে ব্যাপারটা এমন নয় যে তারা এসেছে আর স্লোগান দিয়েছে। এর ভেতরে একটা পরিবার বাস করে। তার আতঙ্কিত হয়েছে। তাই আমি মনে করি নিরাপত্তা বাড়ানো ভারতের দায়িত্ব।