র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেছেন, দুর্গাপূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। ইতোমধ্যে দেশের ১৫-১৬টি স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে আমরা এ বিষয়ে সতর্ক রয়েছি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুর রাজবাড়ী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
র্যাব মহাপরিচালক জানান, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আইসিটি বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষণিক মনিটর করছে। তিনি বলেন, ‘কিছু কাপুরুষ ও বিকৃত রুচির মানুষ সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর চেষ্টা করছে। তবে এবারের শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঝুঁকি বিবেচনায় দেশের প্রতিটি মন্দির ও মণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।’
রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ এসব অপকর্মে জড়িত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এ ধরনের কাজে জড়িত নয়। যারা এসব করে তারা দেশের মঙ্গল চায় না। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে।’
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে ৩১ হাজার ৫৪৬টি মণ্ডপে পূজা শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন, ‘আজ থেকেই মণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্ট গার্ড, আনসার-ভিডিপি ও সশস্ত্র বাহিনী যৌথভাবে দায়িত্ব পালন করবে।’
তিনি পূজা উদযাপন কমিটিগুলোকেও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি থাকতে হবে, যাতে কেউ কোনো অপচেষ্টা চালাতে না পারে।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো অপপ্রচারে কান না দিয়ে আগে প্রশাসনকে অবগত করার পরামর্শ দিয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘গুজব প্রচার হলে তা ভেরিফাই করে, রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’
এ সময় র্যাব-১৩ এর লে. কর্নেল মঞ্জুরুল করিম প্রদীব, দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।