জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদির নামে উদ্বোধন করা হয়েছে লঞ্চ টার্মিনাল।
শুক্রবার বিকেল ৪টায় জেলার নলছিটি উপজেলার স্থানীয় ঐতিহ্যবাহী এ লঞ্চঘাটটিকে হাদির স্মরণে নতুন নামকরণ করে তা আনুষ্ঠানিক উদ্বোধন করে নৌ-উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন।
এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও শহীদ হাদির বোন ও ভগ্নিপতি উপস্থিত ছিলেন।
শহীদ হাদির নামে ঘাটটি উদ্বোধন করে নৌ-উপদেষ্টা শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘আগামীতে যাতে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারে আবির্ভাব না ঘটে, যারা সরকারে আসবে তারা যেন শিক্ষাগ্রহণ করে, জনগণের জন্য কাজ করে এবং সততার সঙ্গে কাজ করবে-এটাই আন্তর্বর্তীকালীন সরকারের আশা। নতুবা শহীদ হাদিসহ জুলাই যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের আত্মা আমাদের মাফ করবে না।’
হাদি হত্যার ব্যাপারে উপদেষ্টা শাখাওয়াত বলেন, ‘হাদি হত্যার ঘটনায় সরকার অত্যন্ত সিরিয়াস। শুধু হত্যাকারীই নয়, দেশে-বিদেশে এর নেপথ্যে যারা রয়েছেন তাদেরও খুঁজে বের করা হবে। খুব শিগগিরই জনসমুখে তা জানানো হবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা শাখাওয়াত হোসেন।