রাজনীতি

ভোটের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবে: আবদুল আউয়াল মিন্টু

Reporter

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শিল্পকলা একাডেমীতে এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি বৃহৎ গনতান্ত্রিক দল। দলটি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। এ সময় সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে নির্বাচনসহ সব কিছু নিয়েই শঙ্কা থাকে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল নেই। এখনো দেশে মব তৈরি হচ্ছে। মানুষকে ধরে মেরে ফেলা হচ্ছে। অনেকেই দুষ্কর্ম করে আমাদের দলের ওপর চাপিয়ে দিচ্ছে। তবে বিএনপির কিছু নেতাকর্মী খারাপ কাজের সঙ্গে জড়িত। এরইমধ্যে তিন থেকে চার হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছি।